যুক্তরাষ্ট্রে পুলিশি সহিংসতা আর বর্ণবাদের বিরুদ্ধে ইউরোপের কয়েকটি দেশের মতো ফ্রান্সেও বিক্ষোভ অব্যাহত আছে। করোনা আতঙ্ক উপেক্ষা করে সোমবারও হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এদিকে দেশটিতে করোনায় নতুন করে ৫৪ জন মারা গেছেন। পুলিশি সহিংসতা আর বর্ণবাদের বিরুদ্ধে ফ্রান্সের নাম শহরেরও নেমেছেন কয়েক হাজার হাজার মানুষ। যারা অধিকাংশই তরুণ বয়সের। এ সময় তাদের হাতে ‘নো জাস্টিস’ ‘নো পিস’ লেখা প্লেকার্ড ও পুলিশি সহিংসতার নিয়ে লেখা নানা প্ল্যাকার্ড ছিল।
বিক্ষোভে আসা এক কৃষ্ণাঙ্গ যুবক বলেন, যে কোনো মূল্যে বর্ণবাদ নির্মূল করতে হবে। আমাদের সঙ্গে যে আচরণ করা হয় সেটা কোনোদিনই কাম্য নয়। এছাড়া পুলিশ যেভাবে ক্ষমতার অপব্যবহার করে সেটির বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়িয়েছি।
এ বিষয়টি নিয়ে সরকার নীরব থাকলওে দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, বর্ণবাদ বিষয়ে তারা জিরো টলারেন্স প্রদর্শণ করবেন। এদিকে ফুল থেকে একধরনের ভাইরাস ব্যাপক হারে ছড়িয়েছে। এ কারণে দেশটির ৮০টি বিভাগে সর্বোচ্চ সতর্ক অবস্থা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.