আকস্মিক অবসরের ঘোষণা টরন্টোর প্রথম কৃষ্ণাঙ্গ পুলিশ প্রধানের
কানাডার টরন্টো শহরের প্রথম কৃষ্ণাঙ্গ পুলিশ প্রধান আকস্মিকভাবে গতকাল সোমবার অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই ৩১ জুলাই তিনি পদ থেকে সরে যাবেন।
টরন্টো পুলিশের প্রধান মার্ক স্যান্ডারস জানিয়েছেন, পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাবেন এবং সমাজের উন্নয়নে যতটা সম্ভব কাজ করবেন। এর আগে টরন্টো সিটি কাউন্সিল ২০২১ সালেল এপ্রিল পর্যন্ত স্যান্ডার্সকে প্রলিশ প্রধান হিসেবে রাখার ব্যাপারে একমত হয়।
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় ব্যাপক বিক্ষোভ চলছে সে দেশে। কানাডায় এ নিয়ে বিক্ষোভের সময় গত শুক্রবার হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সমর্থন দেন মার্ক স্যান্ডারস। তিনি কানাডার সম্প্রচার সাংবাদিকদের জানান, ফ্লয়েড হত্যার ব্যাপারে জেনে তার হৃদয় ভেঙে গেছে। তা নিয়ে এখনো তার মনোকষ্ট হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে এ ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে, তা তার মাথাতেই আসছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.