কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুশফিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ জুন ২০২০, ২৩:০৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সোমবার রাতে মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে নতুন একটি অ্যাকাউন্ট খুলে সেই আইডি ফেসবুকে শেয়ার করেছেন মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, ‘আমার আগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

ইনস্টাগ্রামে আমাকে নতুন অ্যাকাউন্টে অনুসরণ করুন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয় মুশফিকুর রহিম। বিশেষ করে করোনাকালীন সময়ে ভক্তদের সঙ্গে তিনি এই প্লাটফর্ম ব্যবহার করে যোগাযোগ করছেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে তিনি ভক্তদের উদ্দেশ্যে নানা বার্তা দিচ্ছেন। করোনা থেকে বাঁচার উপায় নিয়ে পরামর্শ দিচ্ছেন। করোনার সময়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মুশফিক। মানুষকে সাহায্য করার জন্য তিনি নিজের প্রিয় একটি ব্যাট নিলামে বিক্রি করে দিয়েছেন। করোনার সময়ে ক্রিকেটীয় ব্যস্ততা না থাকলেও তিনি বাসায় থেকেই ফিটনেস অনুশীলন করে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও