ফ্ল্যাট থেকে বিতাড়িত করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা

সমকাল প্রকাশিত: ০৮ জুন ২০২০, ২২:০৯

করোনায় আক্রান্ত হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি আবাসিক ভবনে নিজের ফ্ল্যাট থেকে বিতাড়িত হয়েছেন খোদ সিটি কর্পোরেশনেরই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।এ ঘটনার কয়েকদিন পর পুরোপুরি সুস্থ হলেও মোরশেদা আক্তার নামে ওই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে সেই ফ্ল্যাটে প্রবেশ করতে দেননি ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা। উল্টো মোরশেদা আক্তারের স্বামী মহানগর আওয়ামী লীগের নেতা হুমায়ন কবীর মৃধাকে তার ছেলেদের সামনেই রীতিমত লাঞ্ছিত করায় শেষ অবধি পুলিশের সাহায্যে সেই ফ্ল্যাটে উঠেছে পরিবারটি।

পুলিশের তদন্তে পরিবারটিকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া এবং পরবর্তীতে ফ্ল্যাটে উঠতে না দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর মৃধা বলেন, ‘সিটি কর্পোরেশনের পদ্ম প্লাজায় আমার স্ত্রীর ফ্ল্যাটে ৩ ছেলে নিয়ে বসবাস করি আমরা। গত ২২ মে স্ত্রী করোনাআক্রান্ত হলে আমাদের নিজ ফ্ল্যাট থেকে চলে যেতে বাধ্য করেন ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সাহা ও তার নিয়োজিত লোকজন।

শুধু তাই না, ফ্ল্যাটে রাখা জামাকাপড়, ছেলেদের বই খাতা কিছুই নিতে দেয়নি তারা। পরে আমার বড় ছেলে মারুফ কবীর মৃধা সদর থানায় লিখিত অভিযোগ করে।’অভিযোগের তদন্তে যাওয়া সদর মডেল থানার এসআই শামীম বলেন, ‘ভবনের সিকিউরিটি গার্ড জানিয়েছে, ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সাহা তাকে নিষেধ করেছে যেন মোরশেদা আক্তারের পরিবারের কেউ ভবনে প্রবেশ করতে না পারে। পরে আমি তাদের ফ্ল্যাটে উঠিয়ে দিয়েছি।’অভিযুক্ত সুব্রত কুমার সাহার মোবাইল ফোনে কল দিলে তিনি ঘটনাটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও