কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ময়মনসিংহ নগরে ভিড় বাড়ছে, মাস্ক মুখে নয় থাকে পকেটে

লকডাউন শিথিল করার পর থেকে ময়মনসিংহে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। লকডাউনে যারা গ্রামে ছিলেন তারাও শহরে ফিরছেন বেশ কয়েকদিন যাবৎ। তবে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছিল সে তুলনায় জনসচেতনতা অনেক কম দেখা গেছে। ময়মনসিংহ জেলা রেড জোনের আওতায় পড়ার পরও সামাজিক দূরত্ব মেনে চলা কিংবা করোনা প্রতিরোধে নিজেকে সাবধান রাখার ক্ষেত্রে উদাসীন ভূমিকায় দেখা গেছে অধিকাংশ নগরবাসীকে। সোমবার (৮ জুন) দুপুরে সরেজমিনে নগরের গাঙ্গিনারপাড়, দূর্গাবাড়ি, ছোটবাজার, চরপাড়া, নতুন বাজার, স্বদেশি বাজার এলাকায় ঘুরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গেছে। এমনকি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে। অনেকের সঙ্গে মাস্ক থাকলেও সেটি মুখে নয় পকেটে কিংবা হাতে নিয়ে কাজ করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তারা তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। কয়েকজন বলেছেন, গরমের কারণে তারা মাস্ক খুলে রেখেছেন। কয়েকজন আবার আনতে ভুলে গেছেন বলেও জানিয়েছেন। সামাজিক দূরত্বও মেনে চলছে না কেউ। মার্কেট, কাঁচাবাজার, ফুটপাত সর্বত্রই মানুষ গাদাগাদি করে চলাফেরা করছে। কোনো কোনো দোকানের সামনে পণ্য কেনাকাটা করছে জটলা পাকিয়ে। দূর্গাবাড়ি এলাকায় ওষুধের দোকানগুলোতেও এমন ভিড় দেখা গেছে। একই সঙ্গে ফুটপাতের দোকানগুলোতেও মানুষকে ভিড় করে বিভিন্ন পণ্য ক্রয় করতে দেখা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন