You have reached your daily news limit

Please log in to continue


কিমের দেশে বাড়ি অপরিস্কার রাখলেই গুনতে হবে জরিমানা

এবার নাগরিকদের জন্য নতুন আইন জারি করলেন কিম জং উন। উত্তর কোরিয়ার এই একনায়ক সাফ নির্দেশ দিয়েছেন, বাড়ি অপরিষ্কার রাখলেই হবে জরিমানা, এমনকি যেতে হতে পারে হাজতেও। ২০২০ সালের মে মাসে একনায়কদের উপর ‘মাই ফেভারিট ডিকটেটরস' নামের একটি বই প্রকাশ করেন গবেষক ক্রিস মিকুল। ওই বইয়ে তিনি দাবি করেছেন, পিয়ংইয়ংয়ের নির্দেশ মতে বাড়ির বসার ঘরে দেশের প্রতিষ্ঠাতা কিম ইল-সাং-এর বড় ছবি বাধ্যতামূলকভাবে নাগরিকদের রাখতে হয়। এবং সেই ছবি এবং তার আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হয়। কিম জং উনের বাবা কিম-জং-ইল-এর শাসনামলেই এই নিয়ম জারি হয়েছিল উত্তর কোরিয়ায়। বর্তমানে কোরিয়ার শীর্ষনেতা কিমের সময়ও রাজধানী পিয়ংইয়ং ও অন্য এলাকায় নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ‘স্বচ্ছতা পরিদর্শন’ করেন প্রশাসনিক কর্মকর্তারা। বাড়ি পরিছন্ন না থাকলে তাঁদের রিপোর্টের ভিত্তিতেই জরিমানা এমনকী জেলের সাজাও হতে পারে। এমনটাই নির্দেশ কিমের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন