অবিলম্বে দেশের সব আদালত খুলে দেয়া হোক: খন্দকার মাহবুব

ইত্তেফাক প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৭:২০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, করোনাকালে বিচারপ্রার্থীদের পাশাপাশি সাধারণ আইনজীবীরাও ভোগান্তিতে রয়েছেন। তিন বলেন, সরকার ভার্চুয়াল কোর্ট চালু করেছে। কিন্তু এই ভার্চুয়াল কোর্ট সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীদের কোন উপকারে আসছে না। সেজন্য দেশের সব আদালত অবিলম্বে খুলে দেয়া হোক।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরায় নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলন খন্দকার মাহবুব এ দাবি করেন। তিনি বলেন, প্রয়োজনে নির্দিষ্ট নীতিমালা করে দেয়া হোক। কয়টি মামলা, কোন কোর্ট শুনবে, কি ধরনের মামলা শোনা হবে ইত্যাদি। হাইকোর্টের কোর্ট রুম অনেক বড়। সেখানে আমরা দুই তিনজন করে আইনজীবী থাকলে, আমি মনে করি সরকার যে উদ্দেশ্যে কোর্ট বন্ধ রেখেছে সে উদ্দেশ্য ব্যহত হবে না। তবে হাইকোর্টে অনেক সংখ্যক বিচারপ্রার্থী যাতে না আসে সেটা নিশ্চিত করতে হবে। এটা সীমিত করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও