তিন তারকার তিনটি গুণ নিতে চান রাবাদা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৭:০৭

গতবারের আইপিএলে সুপার ওভারে কাগিসো রাবাদার গতি জিততে দেয়নি কলকাতা নাইট রাইডার্সকে। দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের তিনিই প্রাণভোমরা। সেই রাবাদাকে এক ভক্ত সোশ্যাল সাইটে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সর্বকালের সেরা ফাস্ট বোলারদের কিছু কিছু ভাল গুণ যদি নিতে বলা হয় তাঁকে, তাহলে কাদের থেকে তিনি তা গ্রহণ করবেন।

প্রোটিয়া বোলার সেই প্রশ্নের জবাবে বলেন, ‘সর্বকালের সেরা বোলারদের কিছু গুণ যদি আমাকে নিতে বলা হয়, তা হলে শোয়েব আখতারের গতি, ম্যাকগ্রার বাউন্স, লাইন ও লেন্থ এবং জিমি অ্যান্ডারসনের সুইং বোলিং আমি নেওয়ার চেষ্টা করব।’ ব্যাটসম্যানদের গতি দিয়ে বিব্রত করেন রাবাদা। সেই সঙ্গে তাঁদের স্লেজিং করতেও পিছপা হন না।

কিন্তু রাবাদা চান মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকুক। তার জের যেন মাঠের বাইরে না আসে। রাবাদা বলেছেন, ‘অনেকেই মনে করেন, আমি খুব মাথা গরম করি। ঘটনা হল, স্লেজিং খেলারই অঙ্গ। কোনও ফাস্ট বোলারকেই ব্যাটসম্যান পছন্দ করে না। তবে একটা কথা মনে রাখতে হবে, বোলার ও ব্যাটসম্যানের লড়াই যেন মাঠেই সীমাবদ্ধ থাকে। খেলার শেষে দুজনেই যেন হাত মেলায় একে অপরের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও