ক্ষতিগ্রস্তদের জন্য সুমাইয়া শিমুর ভিন্ন উদ্যোগ
করোনাভাইরাসের কারণে এখন ব্যস্ততা নেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুমাইয়া শিমুর। তাকে বর্তমান সময়ে অভিনয়েও কম দেখা যায়। কারণ গত দুই বছর ‘বেটার ফিউচার ফর ইউমেন’ নামের একটি ভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। জানা গেছে, এই প্রতিষ্ঠানের হয়ে নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্ভাবনী কোর্স পরিচালনার মাধ্যমে অনলাইনে কার্যক্রম চলাচ্ছেন।
এর পাশাপাশি পুরুষদের স্কিল ডেভেলপের জন্য কোর্সও পরিচালিত করছেন তিনি। এখানে গত মাস থেকে করোনাভাইরাসের কারণে যেসব মানুষ চাকরিচ্যুত হয়েছেন কিংবা সমস্যা গ্রস্ত আছেন তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার জন্য এক বছর মেয়াদি এই কোর্সটি চালু করেছেন।
সারা দেশের মানুষ অনলাইনে কোর্সটি সম্পন্ন করে নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারবেন। সুমাইয়া শিমু বলেন, 'আমাদের প্রতিষ্ঠানটি নানা ধরনের কোর্স পরিচালনা করছে। মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য। এখন পর্যন্ত আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। সামনে সময়োপযোগী আরো কিছু কোর্স চালুর পরিকল্পনা করছি।'