কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিচার্ড ডকিন্স পুরস্কার পেলেন জাভেদ আখতার

এনটিভি প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৪:২৫

প্রথম ভারতীয় হিসেবে বলিউডের প্রখ্যাত লেখক ও গীতিকার জাভেদ আখতার পেলেন সম্মানজনক রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড-২০২০। মানুষের অগ্রগতি ও মানবিক সত্তার জাগরণে গঠনমূলক চিন্তার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জাভেদ আখতার। যেকোনো অমানবিক ঘটনা বা ইস্যুতে মুখ খোলেন প্রখ্যাত এ গীতিকার।

এমনকি নিজের মত যদি অধিকাংশের বিপক্ষেও যায়, তা বলতে পিছপা হন না জাভেদ। ভারতের বিভিন্ন ইস্যুতে তিনি জোরালো বক্তব্য দিয়েছেন। উগ্রপন্থার বিরুদ্ধে বরাবরই সরব বর্ষীয়ান এ গীতিকবি। জাভেদ আখতারের স্ত্রী অভিনয়শিল্পী শাবানা আজমি। স্বামীর এ অর্জনে উচ্ছ্বসিত তিনি। বলেছেন, ‘সে-ই একমাত্র ভারতীয় (যে পুরস্কার জিতেছে)। এর আগে বিল মাহের ও ক্রিস্টোফার হিচেনসের মতো মানুষ এ পুরস্কার অর্জন করেছেন। এটা অনেক সম্মানের।’ ২০০৩ সাল থেকে ব্রিটিশ জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের নামে এই পুরস্কার প্রদান করা হয়।

এ সম্মানজনক পুরস্কার অর্জন করায় অভিনেত্রী দিয়া মির্জা, পরিচালক নিখিল আদভানি, ঊর্মিলা মাতন্ডকরসহ অনেকেই জাভেদ আখতারকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও