লকডাউন শিথিলতার এই সময়ে অনেকেই স্বাভাবিক নিয়মেই বাইরে বের হচ্ছেন! তবে রোগমুক্তির কোনো লক্ষণ এখনো দেখা দেয়নি। তবুও জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সবাই কর্মমুখী হয়েছেন! তাই এই সময় করোনাকে অবহেলা না করে বরং আরো সতর্ক হয়ে দৈনিক কাজকর্ম সারতে হবে। সঙ্গে মজুত রাখতে হবে রোগ ঠেকানোর নানা হাতিয়ার।
বাইরে বেরলে কী কী রাখবেন সঙ্গে? কী ভাবেই বা সাবধান হবেন?
মাস্ক না পরে রাস্তায় বের হবে না। বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত উপায়ে মাস্ক ব্যবহারে করোনাকে রুখে দেওয়া যায় প্রায় ৬০ শতাংশ। মাস্ক কখনো খোলা যাবে না, পরেই কথা বলুন অন্যের সঙ্গে।
বারবার মাস্কের গায়ে হাত দেয়া থেকে বিরত থাকুন। এতে মাস্কের গায়ে থাকা জীবাণু যেমন হাতে এমনকি মুখেও লেগে যেতে পারে। মাস্ক খোলা ও পরার আগে ভাল করে হাত ধুয়ে নিন।
চেষ্টা করুন তিন বা চার স্তরের মাস্ক পরতে। সার্জিকাল বা সুতির কাপড়ের মাস্ক পরুন। ব্যবহারের পর সার্জিকাল মাস্ক মুখবন্ধ কোনো ডাস্টবিনে অথবা পুড়িয়ে ফেলুন। সুতির মাস্ক পরলে ফিরে এসেই ধুয়ে দিন।
সামনে বর্ষা কাল। তাই সবাই একাধিক সেট মাস্ক কিনে রাখুন। ভেজা মাস্ক পরলে জীবাণু সংক্রমণ দ্রুত ছড়ায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.