![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/06/08/temperature-check-daegu-080620-06.jpg/ALTERNATES/w640/temperature-check-daegu-080620-06.jpg)
করোনাভাইরাস মহামারীর ‘দ্বিতীয় পর্যায়’: এশিয়া থেকে শিক্ষা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ০৯:৫৫
মহামারীর বিস্তার, লকডাউন ঘোষণা এবং অবস্থার উন্নতি হলে তা উঠিয়ে নেওয়া - করোনাভাইরাস নিয়ে এই অভিজ্ঞতাগুলো এশিয়াতেই প্রথম পাওয়া গেছে। এশিয়াতেই আবার নতুন করে করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় দেখা যাচ্ছে – সিউলের নাইট ক্লাবগুলোতে, রাশিয়া-চীন সীমান্তসহ আরও কিছু জায়গায়। এখনও অবশ্য এ থেকে কোনো উপসংহারে পৌঁছানো যায় না, তবে কিছু শিক্ষা নেওয়া যায় কি?