করোনায় আক্রান্ত রাজনীতিবিদেরা
কোভিড-১৯ তথা করোনায় আক্রান্তের সারি লম্বা হয়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। প্রথম আক্রান্ত রোগী শনাক্তের চার মাসের মাথায় এসে সংক্রমিতের তালিকায় ঢুকে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। এরইমধ্যে রাজনীতিকদের মধ্যেও সংক্রামক এই ব্যাধিতে আক্রান্ত হয়েছেন অনেকে। করোনা আক্রান্তের তালিকায় রয়েছেন সরকারের একজন মন্ত্রী, আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্যসহ দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এর বাইরে বিএনপি, বিকল্প ধারা, সিপিবি, নতুন যাত্রা করা এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা আছেন। তবে দুই একজন ছাড়া বাকিরা শারীরিকভাবে অনেকটা সুস্থ আছেন।
রাজনীতিবিদদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবথেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থারও অবনতি হওয়ায় ঢাকায় নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, আক্রান্তদের কেউ নিজ এলাকায় নেতাকর্মীদের মাঝে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। কেউ আবার করোনায় মৃতদের দাফনে অংশ নিয়ে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন। এদের কেউ কেউ বাসায় থেকে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেছেন।
দেশে করোনার প্রকোপ শুরুর পর গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে। পরবর্তীতে ছয় দফায় বাড়ানো এই ছুটি শেষ হয় ৩০ মে। এসময় কর্মহীন মানুষের পাশে সরকারি সহায়তার পাশাপাশি রাজনীতিবিদদের অনেকেই ব্যক্তিগতভাবেও পাশে দাঁড়িয়েছেন। কেউ আবার করোনায় মৃতদের দাফনের কাজেও এগিয়ে যান। আক্রান্তদের ধারণা, মানুষের পাশে দাঁড়াতে গিয়েই তারা সংক্রমিত হয়েছেন।
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনীতিবিদ
- করোনা আক্রান্ত
- বাংলাদেশে করোনা ভাইরাস
- মোহাম্মদ নাসিম
- আরিফুল হক চৌধুরী
- মো. ফরিদুল হক খান দুলাল
- বদরউদ্দীন আহমদ কামরান
- শহীদুজ্জামান সরকার
- এ.বি.এম ফজলে করিম চৌধুরী
- শফিউল আলম চৌধুরী নাদেল
- মোহাম্মদ এবাদুল করিম বুলবুল
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
- আওয়ামী লীগ
- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)
- জাতীয় পার্টি (এরশাদ)
- চট্টগ্রাম
- জামালপুর
- ঢাকা
- নওগাঁ
- সিরাজগঞ্জ
- সিলেট জেলা