করোনা-আম্পান: মাগুরায় লোকসানের মুখে লিচু চাষিরা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ০৮:২৩
মাগুরা: এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। নিজস্ব মহিমায় প্রকৃতিতে সুবাস ছড়াচ্ছে লিচুর বাগান। তবে এবার সেই সুবাসে বাধা পড়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ঘূর্ণিঝড় আম্পান। ফলন ভাল হলেও হাসি নেই লিচু চাষিদের মুখে। প্রতিবছর এ সময় লিচুর বাজার জমে উঠলেও এবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে মাগুরা ইছাখাদা, হাজরাপুর, হাজিপুর, আঠারোখাদা লিচু চাষিরা।