চিকিৎসা খরচ দিতে না পারায় বৃদ্ধকে বেঁধে রাখলো হাসপাতাল কর্তৃপক্ষ!

চ্যানেল আই প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৮:০৫

চিকিৎসা বিল মেটাতে না পারায় অমানবিকভাবে ভারতের মধ্যপ্রদেশের এক বৃদ্ধকে হাসপাতালের বেডের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ওই ঘটনার খবর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কানে গেলে তিনি অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এদিকে রাজ্যর সুজাপুর জেলা হাসপাতাল, ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।

ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ; “আমরা ভর্তির সময় পাঁচ হাজার টাকা জমা করেছিলাম। তারপর কয়েকদিন চিকিৎসা চলে,পরে যে ১১ হাজার বিল হয় সেটা মেটানোর ক্ষমতা সেই মুহূর্তে আমাদের কাছে ছিল না।”

যদিও হাসপাতালের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, “সেই বৃদ্ধ মৃগী রোগী। তাই শারীরিকভাবে যাতে আঘাত না লাগে বেঁধে রাখা হয়েছিল।”

চিকিৎসক বলেছেন; ‘মানবিকতার খাতিরে তাঁর চিকিৎসার বিল মওকুফ করা হয়েছে।’ তবে এ অভিযোগের গুরুত্ব বিচার করে জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও