কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নওগাঁয় ব্যাংককর্মীসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

সমকাল প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৫:০৬

নওগাঁয় গত ২৪ ঘন্টায় এক ব্যাংককর্মীসহ আরও ১৩ জনের করেনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে ২১৬টি পাঠানো নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ ফল আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে। এ জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১জন।

রোববার সকালে জেলার সিভিল সার্জন ডা. আ.ম আখতারুজ্জামান আলাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে পাওয়া নমুনা পরীক্ষার ফলে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬ জন, রানীনগরে ৫, আত্রাই ও মান্দায় ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বলেন, জেলার মধ্যে সবচেয়ে বেশী করোনায় আক্রান্ত হয়েছেন নওগাঁ সদর উপজেলায় । নতুন ৬ জনসহ এখানে আক্রান্তের সংখ্যা ৫২ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও