কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভার্চুয়াল কোর্টে মামলা করায় ১৫ আইনজীবীর সদস্যপদ স্থগিত

এনটিভি প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৪:২৫

ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করায় ১৫ আইনজীবীর সদস্যপদ স্থগিত করেছে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাঁদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির এ সিদ্বান্তের বিরুদ্ধে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী আইনজীবীরা।

এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আফজাল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘গাইবান্ধা আইনজীবী সমিতি কোনো সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে আইনজীবীরা বার কাউন্সিলে আপিল করতে পারবেন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ বার কাউন্সিল। কিন্তু এখানে গাইবান্ধা আইনজীবী সমিতি ১৫ জন আইনজীবীকে মাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশের জবাব দেওয়ার আগ পর্যন্ত তাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এখন গাইবান্ধা আইনজীবী সমিতি ওই আইনজীবীদের বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত না দেওয়া পর্যন্ত তাঁরা আপিল করতে পারছেন না। এবং বার কাউন্সিল কোনো সিদ্ধান্ত দিতে পারবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও