কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু; তথ্য মুছে ফেলল ব্রাজিল!

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১১:০২

একটি ওয়েবসাইট থেকে ডেটা (উপাত্ত) সরিয়ে নিয়েছে (মুছে ফেলেছে) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়েবসাইটটিতে বিভিন্ন রাজ্য এবং পৌরসভা কর্তৃক করোনা মহামারির তথ্য সময়ক্রম অনুযায়ী নথিভুক্ত করা হয়েছিল।  ওয়েবসাইটটির বেশিরভাগ তথ্য মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে। 

জানা গেছে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হওয়া মোট আক্রান্তের সংখ্যা গণনাও বন্ধ করে দিয়েছে। মন্ত্রণালয় এর আগে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭২ হাজার জন বলে জানিয়েছিল। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের  বাইরে সর্বোচ্চ।  ব্রাজিল এই সপ্তাহে করোনায় মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে।  

শনিবারের মধ্যে ব্রাজিলে মৃতের সংখ্যা ৩৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে। মন্ত্রণালয়ের এক মন্তব্যকে ( নোট) উদ্ধৃত করে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো টুইটারে বলেছেন, 'সংকলিত তথ্য ... দেশটি যে অবস্থানে রয়েছে তার প্রতিফলন করে না। আক্রান্তের প্রতিবেদন এবং 'ডায়াগনোসিস' উন্নত করতে অন্যান্য পদক্ষেপ নেয়ার কাজ চলছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও