বিএসআরএম কারখানায় গলিত সীসায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত, দগ্ধ আরও চার
চট্টগ্রামের জোরারগঞ্জে বিএসআরএম কারখানায় কাজ করার সময় গলিত সীসায় দগ্ধ হয়ে মো. কাশেম (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মিথুন পালিত। নিহত কাশেম মিরসরাই উপজেলার নিজামপুরের বাসিন্দা। হাসপাতালে ভর্তি শ্রমিকরা হলেন- গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) এবং নজরুল ইসলাম (২৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বিএসআরএম কারখানায় লোহা গলানোর সময় তরল সীসায় দগ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে কাশেম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। ডা. মিথুন পালিত জানান, আহত শ্রমিকদের মধ্যে গিয়াস উদ্দিনের শ্বাসনালী ৯৮ শতাংশ পুড়ে গেছে, নজরুল ইসলাম ১০০ শতাংশ, মহিউদ্দিন ৮০ শতাংশ এবং নুর হোসেনের ৬০ শতাংশ শরীর ঝলসে গেছে।