তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হকের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণাকে অত্যন্ত অমানবিক এবং উস্কানিমূলক হিসেবে দেখছে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ।
শনিবার (০৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার বিষয়টি অমানবিক উল্লেখ করে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলসহ জোটের নেতারা বলেন, করোনার অভিঘাত মোকাবিলায় গার্মেন্টসসহ রপ্তানিমুখী খাতের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতার জন্য ৫ হাজার কোটি টাকা সরকারী প্রণোদনা পাবার পরেও গামেন্ট মালিকরা শ্রমিকদের পুরো মজুরি প্রদান না করে ৬০ শতাংশ বেতন প্রদান করছে। ইইউ ৪ হাজার ৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে।
বাতিল হওয়া রপ্তানি কার্যাদেশ বৈদেশিক ক্রেতারা পুনর্বহাল করেছেন। তবুও অনেক কারখানায় এখনও এপ্রিল মাসের মজুরিই পরিশোধ করেনি। অন্যদিকে চলেছে শ্রমিক ছাঁটাই এবং কারখানা লে-অফ। কিন্তু সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়েছিল করোনা মহামারিকালীন সময়ে কোনো শ্রমিক ছাঁটাই হবে না ও কোনো কারখানা লে-অফ হবে না। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই মালিকরা হাজার হাজার শ্রমিক ছাঁটাই করেছে, লে-অফ করে কর্মহীন করেছে হাজার হাজার শ্রমিককে। যেটা এখনও অব্যাহত রেখেছে। এই সময়ে বিজিএমইএর সভাপতির শ্রমিক ছাঁটাইয়ের উস্কানিমূলক ঘোষণা চরম অমানবিক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.