করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশ এক সংকটময় সময় পার করছে। এই পরিস্থিতিতে নিবন্ধিত-অনিবন্ধিত শতাধিক রাজনৈতিক দল থাকলেও আওয়ামী লীগ ছাড়া জনগণের পাশে নেই অন্য কোনো দলের নেতাকর্মীরা। এসব রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্ব দেয়া অনেক নামীদামি ব্যক্তিও আছেন।
কিন্তু স্বনামধন্য ব্যক্তিরা বিভিন্ন সংগঠনে থাকলে করোনাভাইরাস সংক্রমণের মতো মহামারিতে সাধারণ মানুষের পাশে নেই। অধিকাংশ সময় এসব রাজনৈতিক দলের সুপরিচিত ব্যক্তিদের রাস্তঘাটে দেখা মিলে। সাধারণ মানুষের হয়ে বিভিন্ন দাবি আদায়ে উচ্চ কণ্ঠে বলেন, জনগণ আমাদের শক্তি, তারাই দেশের সব। জীবন দিয়ে হলেও দেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে থাকবো।
কিন্তু সাধারণ মানুষের একটু সমস্যা হলেই পাশে দাঁড়ান না এসব রাজনৈতিক সংগঠন বা সুশীলসমাজের প্রতিনিধিরা। যার প্রমাণ মিলেছে এই করোনা সংকটে। এদিকে, জনগণের যেন সমস্যা না হয়, খাদ্যের কষ্ট না হয় সেজন্য সরকারের পক্ষে থেকে সাধারণ মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মানুষের জীবন-জীবিকা সচল রাখতে প্রণোদনা ও অর্থ সহায়তাসহ নানা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.