কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আম্পানে ক্ষতিগ্রস্তদের খাবার পানি দিচ্ছেন তামিম-মুশফিকরা

এনটিভি প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৩:১৫

করোনার কবলে এমনেতেই বিধ্বস্ত পুরো বাংলাদেশ। এর সঙ্গে যোগ হয়েছে ঘূর্ণিঝড় আম্পান। গত ২০ মে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। অনেক মানুষ হারিয়েছেন নিজেদের ঘরবাড়ি।

এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শুরুতে আম্পানে বিধ্বস্ত ঘরবাড়িগুলো পুনঃনির্মাণে সাহায্য করেছেন ক্রিকেটাররা। এবার ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষজনের জন্য সুপেয় খাবার পানির ব্যবস্থা করেছেন তামিম-মুশফিকরা।

বিষয়টি নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দিনে প্রায় ১ হাজার মানুষের জন্য খাবার পানির ব্যবস্থার কথা জানিয়েছেন তামিম।

ফেসবুকে তামিম লিখেছেন, ‘করোনাভাইরাসের এই দুর্যোগের মধ্যেই কিছুদিন আগে বাংলাদেশে আঘাত করেছিল ঘূর্ণিঝড় আম্পান। দেশের দক্ষিণাঞ্চলে অনেক ক্ষতি হয়েছে এই ঝড়ে। আমরা খবর পেয়েছিলাম, সাতক্ষীরার শ্যামনগরে অনেক মানুষ খাবার পানির তীব্র সঙ্কটে ভুগছে। এরপর জাতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ওই অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন ১ হাজার মানুষকে খাবার পানি সরবরাহ করা হচ্ছে এখন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও