নভেল করোনাভাইরাস সংক্রমণের বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। প্রতিদিন ১০০ জনের বেশি মানুষের শরীরে শনাক্ত হচ্ছে করোনা। আক্রান্তের পাশাপাশি নগরীর বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না পেয়ে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সামাজিকভাবে সংক্রমণের সংখ্যাও বেড়ে চলছে। অবাধ যাতায়াত ও স্বাস্থ্যবিধি না মানা এর জন্য দায়ী বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মহানগর ও জেলার অধিকাংশ এলাকায় ১০০ জনের বেশি রোগী শনাক্ত হওয়ায় নগরীর ১১টি থানা এলাকার পাশাপাশি ১০০ জনের বেশি আক্রান্ত এলাকাকে রেডজোন হিসেবে ঘোষণা করেছে জেলা সিভিল সার্জন ও প্রশাসন।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। প্রথম করোনা শনাক্তের পর দুমাসের মধ্যে সংক্রমণ দ্রুতগতিতে বেড়েছে চট্টগ্রামে। এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের বেশি। গতকাল শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৮১০ জন। যদিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সব হিসাব কাগজে কলমে আসছে না বলে অভিযোগ বিভিন্ন সংগঠনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.