কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা এবং লিবারেল বিশ্বব্যবস্থা, একটি পর্যালোচনা

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১১:০৫

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম প্রকাশ পেয়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্রুত বিস্তারের ফলে ডব্লিউএইচও একে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্বের প্রতি সতর্কতা জারি করে। বর্তমান লিবারেল বিশ্বব্যবস্থায় বিশ্ব প্রশাসনের ভূমিকা পালনকারী জাতিসংঘ এ মহামারিতে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ফলে রাষ্ট্রগুলো তাদের নিজস্ব পদক্ষেপ নিতে উদ্যত হয়েছে। এটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিশ্বসমস্যা সমাধানের জন্য গড়ে ওঠা ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের’ (ইন্টারন্যাশনাল সোসাইটি) ধারণাটিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মহামারিটি মোকাবিলার জন্য জাতিসংঘকে দ্রুত আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রগুলোকে প্রস্তুত করে এ রোগের চিকিৎসার জন্য ভ্যাকসিন এবং ওষুধ আবিষ্কারের জন্য গবেষণাকে উৎসাহিত করার জন্য তাগিদ দেওয়া হয়। জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে ডব্লিউএইচও মানব সুরক্ষায় ক্রমবর্ধমান বিপদের কথা উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করলেও জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার কোনো লক্ষণ দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও