কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেরানীগঞ্জে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে যুবলীগ নেতা আটক

ইত্তেফাক প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১১:০৬

কেরানীগঞ্জে কদমতলী এলাকা থেকে ট্রাক ও বাস থেকে চাঁদা তোলার সময় শুক্রবার রাতে হাতেনাতে যুবলীগ নেতা ও কুখ্যাত চাঁদাবাজ ফরিদ আলীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১১টি মামলা রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ জামান ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, যুবলীগ নেতা ফরিদ আলী দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের ডাকপাড়া ট্রাক স্ট্যান্ড ও কদমতলী এলাকায় বাস ও ট্রাক থেকে প্রতিদিন অবৈধভাবে হাজার হাজার টাকা চাঁদা তুলে আসছিল। তারা জানায় শুক্রবার রাতে চাঁদা তোলার সময় হাতেনাতে ফরিদকে আটক করা হয়েছে। এ ব্যাপার শনিবার সকাল ১০টায় পুলিশ ও ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও