অনলাইনে হবে যানবাহন নিবন্ধনের আবেদন

সংবাদ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১১:০৬

কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে যানবাহনের রেজিস্ট্রেশন করা যাবে। আগামীকাল ৭ জুন থেকে এ কার্যক্রম শুরু হবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ জানিয়েছে।এজন্য বিআরটিএর ওয়েবসাইটে http://bsp.brta/www.gov.bd/ গিয়ে আবেদন করতে হবে।

বুধবার বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউছুব আলী মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিআরটিএর দেশের সব সার্কেল অফিসের উপ-পরিচালক এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালকদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ডের পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ, মোটরযান মালিকের বায়োমেট্রিক নেওয়ার কাজও পর্যায়ক্রমে চালু হবে বলে চিঠিতে বলা হয়েছে।

এর আগে সাধারণ ছুটি শেষ হওয়ার পর গত ৩১ মে থেকে বিআরটিএর বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেলে আটকে থাকা সব কাজ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি শুরু হয়েছে। সেদিন থেকেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রুট পারমিট, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং মালিকানা বদলের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।

নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা হলে অন্যান্য সরকারি কার্যালয়ের মতো বিআরটিএর কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও