করোনা চিকিৎসায় যে ভেষজ ওষুধের পরীক্ষা চালাচ্ছে ভারত
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। এখনও পর্যন্ত কোনও কার্যকরী ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
এমন অবস্থায় করোনায় আক্রান্তদের আরোগ্য করে তুলতে ভেষজ চিকিৎসা নিয়ে পরীক্ষা চালাচ্ছে ভারতে। দেশটির প্রথম সারির ওষুধ কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, করোনা চিকিৎসায় তারা একটি ভেষজ ওষুধের পরীক্ষা ইতোমধ্যে শুরু করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়, একিউসিএইচ নামে এ ওষুধের পরীক্ষা বর্তমানে মাঝমাঝি পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সান ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, একিউসিএইচ নামের এই ওষুধটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের লতানো গুল্ম কক্কুলাস হিরসাটাস থেকে নিষ্কাশন করা হয়েছে। এই ভেষজ উদ্ভিদটি এশিয়া ও আফ্রিকায় ওষুধ হিসেবে খুব ব্যবহৃত হয়। হিন্দিতে এটা ‘ফরিদ বুটি’এবং সংস্কৃতে ‘পাতাল গারুদি’ নামে পরিচিত।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতজুড়ে ১২টি চিকিৎসা কেন্দ্রে ২১০ জন রোগীর মধ্যে ওষুধটির পরীক্ষা চালাবে তারা। মানবদেহের জন্য যে এটি সুরক্ষিত অর্থাৎ এর যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই তা যাচাইয়ে জন্য এরই মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে কোম্পানি টি।