শিল্পায়নের এ যুগে আধুনিকতার নামে প্রতিনিয়ত উজাড় হচ্ছে বন-জঙ্গল ও পাখির আবাসস্থল। এতে ব্যাহত হচ্ছে পাখির বংশ বৃদ্ধি। হুমকির মুখে জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য। আর তাইতো পাখির বংশ বৃদ্ধিসহ জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজ করছে দেশের কিছু সংগঠন। খুলনা-সাতক্ষীরার মধ্যবর্তী তালায় এমন একটি সংগঠন পাখিদের জন্য অভয়াশ্রম গড়ে তুলতে কাজ করছে। মাটির হাঁড়ি গাছের ডালে বেঁধে দিয়ে পাখির জন্য বাসা তৈরি করা হচ্ছে।
শুক্রবার (০৫ জুন) তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে পাখির এ অভয়াশ্রম তৈরি করা হয়। ব্লাড ব্যাংকের প্রচেষ্ঠায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে ৭১ টি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।
এবিষয়ে এডমিন প্যানেল সদস্য এস এম নাহিদ হাসান বলেন, উপকূলীয় এজেলার মানুষসহ সকল প্রাণীকূল প্রতিটা মুহূর্ত নানা দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকছে। সাম্প্রতিক সময়ে আম্পান অনেক গাছপালা ধ্বংস করেছে। এতে পাখির বাসা হারিয়েছে। প্রাণীকূলের এ ছোট প্রাণিটার বাসা করে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা উপজেলা চত্বরে ১০০ পাখির বাসা বানাবো। প্রয়োজনে এটা বাড়াবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.