টাক পড়া বড় ধরনের একটি সমস্যা। এ নিয়ে অনেকেই হতাশাগ্রস্ত থাকেন। এবার টাক মাথার লোকজনের জন্য আরও দুঃসবাদ দিলো সাম্প্রতিক এক গবেষণা। টাক মাথার লোকজন সম্ভব করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। সাম্প্রতিক সময়ের এক গবেষণা তাই বলছে। গবেষকরা বলছেন, টাক মাথার সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক বেশ তীব্র।
মার্কিন চিকিৎসক ডা. ফ্রাংক গ্যাব্রিনের মৃত্যুর পর এ বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়। ওই চিকিৎসকও টাক মাথার ছিলেন। টাক মাথায় করোনার ঝুঁকির বিষয়টিকে গ্যাব্রিন সাইন হিসেবে উল্লেখ করে থাকেন গবেষকরা।
এই গবেষণার প্রধান ব্রাউন ইউনিভার্সিটির প্রফেসর কার্লোস ওয়ামবিয়ের টেলিগ্রাফকে বলেন, আমরা সত্যিই মনে করি যে, মাথায় টাক পড়ার বিষয়টি স্বাস্থ্য ঝুঁকির তীব্রতা সম্পর্কে উপযুক্ত ভবিষ্যবাণী দিচ্ছে। অর্থাৎ স্বাস্থ্যের বিষয়ে আমাদেরকে আগে থেকেই সচেতন করছে।
চীনের উহানে জানুয়ারির দিকে এক গবেষণায় দেখা গেছে, সেখানে নারীদের তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি। এ নিয়ে বেশ গবেষণা হয়েছে যে, কেন নারীদের তুলনায় পুরুষরা বেশি মারা যাচ্ছেন।
গবেষকরা বলছেন, পুরুষের শরীরের বেশ কিছু হরমোন যেমন টেস্টোস্টেরোনের মতো হরমোন কেবলমাত্র চুল পড়ার জন্যই দায়ী নয় বরং এটি কোষে করোনার আক্রমণের ক্ষমতা বাড়িয়ে দেয়। সে কারণেই যাদের টাক পড়ছে তাদের শরীরে খুব সহজেই বাসা বাঁধতে সক্ষম প্রাণঘাতী করোনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.