You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

করোনাকালে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)। সংগঠনের বগুড়া শাখার উদ্যোগে করোনাকালে প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে মাঠ পর্যায়ে কর্মরত সেবিকাদের (আরএইচপি) করণীয় বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা থেকে এই আহ্বান জানানো হয়। আজ শুক্রবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়ার সেউজগাড়িস্থ তারার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এফপিএবি বগুড়া শাখার সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য মিসেস সুরাইয়া বারী।  কর্মশালায় বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, করোনা ও বগুড়া পরিস্থিতির গ্রুপের প্রধান সমন্বয়ক রাকিব জুয়েল ও সমন্বয়ক মেহেরুল সুজন, এফপিএবি’র জেলা কর্মকর্তা অরুন কুমার শীল, মেডিকেল অফিসার ডা: রোকেয়া খানম এবং কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) আব্দুল আওয়াল ও ইসরাত জাহান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন