কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডা. জাফরুল্লাহর অক্সিজেন-নেবুলাইজার লাগছে না

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১১:০৭

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বৃহস্পতিবার (৪ জুন) রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। সে কারণে তাকে অক্সিজেন ও নেবুলাইজার নিতে হয়েছিল। তবে সকালের দিকে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তার অক্সিজেন ও নেবুলাইজার লাগছে না।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার পর জাগো নিউজকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘গত রাতে শ্বাসকষ্ট ছিল, কাঁশি ছিল। সে কারণে রাতে স্যার (ডা. জাফরুল্লাহ) অক্সিজেন নিয়েছিলে, নেবুলাইজারও নিয়েছিলেন। এখন আর কিছুই লাগছে না, এখন তিনি মোটামুটি ভালো আছেন। তিনি এখন কেবিনেই আছেন। সকালে নাস্তা ও ওষুধ খেয়েছেন তিনি।’

বেলা ১১টা ২০ মিনিটের দিকে ফরহাদ জানান, ‘সকালে নাস্তা, ওষুধ খাওয়ার পর তিনি শুয়েছিলেন। হয়তো শোয়াতে তার কোনো সমস্যা হয়েছিল। সেজন্য আবার শ্বাসকষ্ট অনুভব হয়। নেবুলাইজার মেশিন পাশেই আছে, কিন্তু সেগুলো আর লাগেনি। তিনি এখন ঠিক আছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও