কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিবিয়ায় হত্যা: কিশোরগঞ্জে ২ আসামির জবানবন্দি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১১:২২

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে কিশোরগঞ্জে ছয়জন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।

জেলা সিআইডির এসআই কামরুল হাসান জানান, বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রফিকুল বারী এই জবানবন্দি নেন।
জবানবন্দি দেওয়া আসামিরা হলেন মো. হেলাল মিয়া ওরফে হেলু ও মো. খবির উদ্দিন।গত ২৮ মে লিবীয় এক মানবপাচারকারীর স্বজনদের হাতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসী খুন হন।

এ ঘটনায় কিশোরগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাচারকারীদের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া ঢাকায় একটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।এসআই কামরুল বলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ছয়জন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন গ্রেপ্তার হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও