পাকিস্তান ক্রিকেট দলকে বলা হয় ‘আনপ্রেডিক্টেবল’ আর তাদের দলের সবচেয়ে বড় আনপ্রেডিক্টেবল চরিত্র নিঃসন্দেহে তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। মারকুটে এ অলরাউন্ডারের ব্যাপারে কখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। যেদিন ফর্মে থাকেন, সেদিন একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষ দলকে। আবার যখন রানের দেখা পান না তখন অদ্ভুত সব কায়দায় আউট হওয়ার নজিরও রয়েছে তার। এটা তার মাঠের ভেতরের ক্রিকেটীয় কর্মকাণ্ডের একটি নমুনা। এছাড়া মাঠের বাইরেও বেশ বৈচিত্রময় আচরণের অধিকারী আফ্রিদি। যে কারণে তাকে সামলানো বেশ কঠিন বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে বেশ কয়েক মৌসুম ঢাকা ডায়নামাইটসে আফ্রিদিকে কোচিং করিয়েছেন খালেদ মাহমুদ। সে অভিজ্ঞতা থেকেই আফ্রিদির আচরণকে অনেকটা নারীদের মতো বলে উল্লেখ করেছেন সুজন। এর যথাযথ ব্যাখ্যাও তিনি দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে এক লাইভে অনেক কথার ভিড়ে আসে এ প্রশ্ন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.