বিক্ষোভ অব্যাহত রাখতে ও পুলিশে সংস্কারের আহ্বান ওবামার
ইত্তেফাক
প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৮:৪১
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটিতে পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন। ওবামা আমেরিকায় পরিবর্তন আনতে বিক্ষোভ অব্যাহত রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান। তিনি পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিও জানিয়েছেন। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই প্রথম ক্যামেরার সামনে বক্তব্য দিলেন ওবামা। এছাড়া ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলও ফ্লয়েড হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। —খবর সিএনএন ও নিউইয়র্ক টাইমসের