![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F04%2Fchina-doctor.jpg%3Fitok%3DEScmV1yX)
করোনা : ঢাকায় আসছে চীনের চিকিৎসক দল
এনটিভি
প্রকাশিত: ০৪ জুন ২০২০, ২১:০৫
চীন থেকে আগামী সোমবার একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে ঢাকায়। করোনাভাইরাসের (কোভিড-১০) সার্বিক পরিস্থিতি দেখতে চীন থেকে দলটি আসবে। দলটির সদস্যরা করোনা রোধে নিজ দেশে শুরু থেকে কাজ করেছেন। ২২ জুন বাংলাদেশ সফর শেষে চীনে ফিরে যাওয়ার আগে বাংলাদেশকে দিয়ে যাবেন করোনা মোকাবিলার পরামর্শ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা.