থুথু নিষিদ্ধ হলে স্পিনারদের সুবিধাই দেখছেন কুম্বলে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ জুন ২০২০, ২০:৫৯

করোনাভাইরাসের কারণে বলে থুথু নিষিদ্ধ হতে পারে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান ভারতের অনিল কুম্বলে। আর তাতে স্পিনারদের সুবিধাই দেখছেন তিনি। টেস্ট ক্রিকেটে স্পিন বোলিংএর পুনরুথান হবে বলেও মনে করেন ভারতের সাবেক এ স্পিনার।
আগামী সপ্তাহে বৈঠকে বসবে আইসিসি। এ বৈঠক থেকেই পুনরায় খেলা শুরু হলে বলে থুথু ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বল-এ থুথু ব্যবহার নিষিদ্ধ হলে, ব্যাটসম্যানদের বিপক্ষে বোলারদের কঠিন পরীক্ষায় পড়তে হবে বলেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। এতে যদি ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করে, তবে খেলাটি ‘বিরক্তিকর’ হয়ে যাবে বলে জানান স্টার্ক। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক ও আইসিসি ক্রিকেট কমিটির প্রধান কুম্বলে মনে করেন, থুথু নিষিদ্ধ হলে স্পিনাররা ম্যাচে বড় ভূমিকা রাখবে।

অনলাইনে বুধবার কুম্বলে বলেন, ‘আপনি পিচে ঘাস বাদ দিতে পারেন বা এমনকি মোটামুটিও হতে পারে। টেস্টে দু’জন স্পিনারও খেলানো হবে। টেস্টে স্পিনাররা নিজেদের জায়গা ফিরে পাবে কারণ ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বল পলিশ করার গুরুত্ব থাকে না। তাই বল পলিশের ব্যাপারে উদ্বিগ্ন থাকতে হয় না’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও