শুটিং করতে আপত্তি নেই: আইরিন
চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে শিল্পীদের মারামারি, রোমান্স, নাচ-গান কিংবা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়। চরিত্রের প্রয়োজনে শিল্পীরা সব ধরনের অভিনয় করে থাকেন। এসব দৃশ্যে অভিনয় করতে আইরিন সুলতানার আপত্তি নেই বলে জানিয়েছেন। আইরিন গণমাধ্যমে বলেন, ‘দীর্ঘ দিন ধরে চলচ্চিত্রের শুটিং বন্ধ রয়েছে। করোনা কবে নাগাদ নির্মূল হবে তা জানা নেই।
তাই এরমধ্যেই স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করতে হবে। বিষয়টি বিবেচনা করে প্রযোজক-পরিচালক সমিতি শিল্পীদের করোনা পরীক্ষা করিয়ে শুটিংয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘করোনার এই সময়ে ঝুঁকি নিয়ে গল্পের প্রয়োজনে শিল্পীদের মারামারি, রোমান্স, নাচ-গান কিংবা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেতে আমার কোনো আপত্তি নেই। শুটিং করার জন্য আমি প্রস্তুত।’
লকডাউন শুরুর আগে বেশকয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে তার। বেশকিছু সিনেমার কাজ বাকি আছে। সেগুলোর সিনেমার প্রযোজক-পরিচালক শুটিংয়ের শিডিউল চাইলে কাজ করার জন্য শিডিউল দিবেন বলে জানান এই অভিনেত্রী। এদিকে, সম্প্রতি পরিচালক সমিতির নেতৃবৃন্দ এক যৌথ সভায় আগামী ৫ জুন থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- আপত্তি
- অভিনয়
- অন্তরঙ্গ দৃশ্য
- আইরিন