কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে প্রাইমারি স্কুলে ছুরি হামলা, আহত ৪০

আরটিভি প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৪:২৭

চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে একটি প্রাইমারি স্কুলে ছুরি দিয়ে হামলা চালিয়েছে একজন নিরাপত্তারক্ষী। এ ঘটনায় প্রায় ৪০ জন শিক্ষার্থী ও স্কুল স্টাফ আহত হয়েছে। খবর নাইন নিউজ ও এনডিটিভির। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ডেইলি এক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানিয়েছে, দেশটির গুয়াংশি প্রদেশের একটি স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানায়নি তারা।

গুয়ানশিং প্রদেশের কাংয়ু কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, হামলার শিকার হওয়াদের মধ্যে অন্তত ৩৭ জন স্কুলটি শিক্ষার্থী ও দুইজন স্টাফ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী ওই ব্যক্তি স্কুলটিরই একজন নিরাপত্তারক্ষী ছিলেন এবং তার নামের শেষাংশ হচ্ছে লি। তারা জানিয়েছে, এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ওই ব্যক্তি আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, আহত ৪০ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হচ্ছেন- স্কুলটির প্রধান, আরেকজন নিরাপত্তারক্ষী ও একজন শিক্ষার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও