কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেরপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১শ ছাড়ালো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৩:২০

শেরপুরে নতুন করে আরও ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। আর মারা গেছেন একজন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার নতুন করে আক্রান্তদের মধ্যে নকলা উপজেলার নয়জন, ঝিনাইগাতীর তিনজন ও নালিতাবাড়ী উপজেলার দুইজন রয়েছেন। জেলায় মোট করোনা আক্রান্ত ১০৮ জনের মধ্যে শেরপুর সদরের ৫০ জন, নকলার ২০ জন, নালিতাবাড়ীর ১৪ জন, ঝিনাইগাতীর ১৩ জন ও শ্রীবরদী উপজেলার ১১ জন রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য মতে, শেরপুরে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৩ জন।
]

এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৫ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ২৭ জন। শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক সংস্পর্শের কারণেই তারা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে থাকবেন। তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আরএআর/এমএস

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও