কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউনাইটেডে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, এক সপ্তাহ পর মামলা

এনটিভি প্রকাশিত: ০৩ জুন ২০২০, ২৩:৫০

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজনের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ পর মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার রাতে স্বজন হারানো একটি পরিবার মামলাটি দায়ের করে বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

কামরুজ্জামান বলেন, ‘রোনাল্ড গোমেজ নামের এক ব্যক্তি আজ রাত সাড়ে ৯টার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। রোনাল্ডের পরিবারের একজন বৃদ্ধা ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গিয়েছিলেন।

ওসি আরো বলেন, ‘মামলার বাদী হাসপাতালটির বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা করেছেন। মামলা হয়েছে, এখন বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। পরবর্তী সময়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।’

ওই দিন ইউনাইটেড হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন পাঁচজন রোগী৷ তাঁরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব (৫০)।পাঁচজনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ আর দুজনের করোনা নেগেটিভ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও