করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। দেশটিতে দিনে দিনে কমছে প্রাণহানির সংখ্যা। বুধবার ইতালিতে প্রাণ হারিয়েছে ৭১ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৬০১ জন। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছে ৩২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩৩ হাজার ৮৩৬জন। আইসিইউতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩৫৩ জন।
দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯ হাজার ২৯৭ জন। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৬ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬০ হাজার ৯৩৮ জন বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।
তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।দিনে দিনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা কমতে থাকায় করোনা থেকে খুব শিগগির মুক্তির আশা দেখছে ইতালির ছয় কোটি জনগণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.