বগুড়ায় ফুটপাতে ফল বিক্রেতার মেয়ে পেল জিপিএ ৫

সমকাল প্রকাশিত: ০৩ জুন ২০২০, ২০:২৯

এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে বগুড়া জেলার মধ্যে সেরা হয়েছে শহরের সাতমাথা এলাকায় ফুটপাতের খুচরা ফল বিক্রেতা তোফায়েল আহম্মেদ এর মেয়ে তাইরিনা সাবরিন তোরা। রাজশাহী বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ১২৬৬ নম্বরসহ জিপিএ ৫ পেয়েছে।

মেধাবী তোরার স্বপ্ন ম্যাজিষ্ট্রেট হয়ে দেশ ও জনগণের সেবা করার। কিন্তু অসচ্ছল বাবার পক্ষে তার পড়া লেখার খরচ যোগানো সম্ভব হবে কি না তা নিয়ে ইতোমধ্যে সে চিন্তায় পড়ে গেছে।

তাইরিনা সাবরিন তোরা বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভিএম) বিজ্ঞান বিভাগের ছাত্রী। ওই স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুন তার ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।

বাবা তোয়াফেল আহম্মেদ ও গৃহিনী মা শামিমা আহম্মেদ এর দুই সন্তানের মধ্যে প্রথম সন্তান তোরা। ছোট ভাই সাকিব সাদনান নার্সারিতে পড়ে। তোরার মা শামীমা আহম্মেদ জানান, মেয়ে মেধাবী হওয়ায় শহরের সূত্রাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করেন। তোরা জানায়, সে বড় হয়ে সে ম্যাজিস্ট্রেট হতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও