কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নটরডেমসহ চার কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৫:৩৬

একাদশ শ্রেণিতে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেয়েছিল রাজধানীর নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। তবে বুধবার ভর্তি আবেদন সংগ্রহের এই অনুমতি স্থগিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড।

ডেইলি বাংলাদেশকে খবরটি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশীদ। তিনি বলেন, করোনার সময় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে এই চারটি কলেজকে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেয়া হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় আজকে সেটি স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, করোনা সংক্রমণের এই ঝুঁকির মধ্যে আমরা কোথাও শিক্ষার্থী ভর্তি শুরু করছি না। তবে ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই প্রকাশ করা হবে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, চাইলে শিক্ষার্থী ভর্তি করা যায়, তবে এতে কোভিড-১৯ রোগের সংক্রণ ঝুকি অনেক বেড়ে যাবে। এজন্য আমরা কিছুটা সময় নিচ্ছি। ঝুঁকি কমিয়ে কিভাবে দ্রুততম সময়ে ভর্তি কার্যক্রম শেষ করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। শিগগির জানানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও