অক্ষয়-পুত্রের কান টানছেন মোদি, ছবি ভাইরাল
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১১:১৪
বামের ছবিতে অক্ষয় কুমারের ছেলেকে আদর করে কান টেনে দিচ্ছেন নরেন্দ্র মোদি, ডানের ছবি সুপারস্টার মা-বাবার সঙ্গে আরভ বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের একমাত্র ছেলে আরভ ভাটিয়ার কান ধরে টানছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ছবি দেখে স্পষ্ট বোঝা যায়, স্নেহের পরশ দিয়েই অক্ষয়-পুত্রের কান টেনে দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ছবিতে দেখা যাচ্ছে, আকাশি রঙের জামার সঙ্গে গাঢ় নীল রঙের ব্লেজারের সঙ্গে টুপি পরে রয়েছে আরভ। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদির পরনে রয়েছে খাদির কুর্তা। তড়কা-বলিউড নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে আরভের সঙ্গে মোদির সেই ছবি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে