চিকিৎসা পাচ্ছেন না ফ্রন্টলাইনের আক্রান্ত চিকিৎসকরা!
করোনা তথা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রাণ সংহারক এই মহামারির বিরুদ্ধে সম্মুখসমরে থাকা সংক্রমিত চিকিৎসকদেরই যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে ফ্রন্টলাইনে থাকা অনেক চিকিৎসকের মধ্যে ভর করেছে আশঙ্কা আর অনিশ্চয়তা। চিকিৎসকদের অভিযোগের বিষয়ে অবহিত সরকারি দল সমর্থক চিকিৎসকদের একটি কেন্দ্রীয় সংগঠন। তারা এ বিষয়ে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছে।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ দেশে প্রকোপ শুরু করার পর লড়াই করে যাচ্ছেন চিকিৎসকরা। শুরুর দিকে কিছু ক্ষেত্রে করোনার নির্ধারিত হাসপাতালে রোগীদের সেবা না পাওয়ার অভিযোগ থাকলেও পরিস্থিতি পরিস্থিতি ক্রমে উন্নতি হয়েছে। তবে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে সংক্রমিত হচ্ছেন চিকিৎসকরাও। সম্প্রতি আক্রান্ত বেশ কয়েকজন চিকিৎসক উপযুক্ত চিকিৎসা পাননি বলে অভিযোগ ওঠে। সবশেষ গত সোমবার করোনা উপসর্গ নিয়ে লৎফুল কবির শিমুল নামের চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসক গুরুতর অভিযোগ করেন, ওই হাসপাতালে তার মালিকানাও রয়েছে। একই হাসপাতালে চেম্বার করেন শিশু রোগ বিশেষজ্ঞ তার চিকিৎসক স্ত্রীও। সংকটময় সময়ে একটি কেবিন আর বেঁচে থাকার জন্য একটি অক্সিজেন এমনকি প্রতিষ্ঠানের এমডির কাছেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ শিমুলের। তার এই মর্মান্তিক ঘটনা সবিস্তারে ফেসবুকে পোস্টে লিখেছেন ডা. শিমুল। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন হলেও তিনি সংযুক্ত আছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট হিসেবে।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) তথ্য মতে, এ পর্যন্ত দেশে করোনায় ১০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নিজ নিজ সেক্টরে দক্ষ ছিলেন। অভিযোগ রয়েছে, পেশাগত জীবনে মানুষকে সেবা দিলেও শেষ সময়ে তারা ভালো চিকিৎসা পাননি। এই তালিকায় সরকারি ও বেসরকারি হাসপাতাল রয়েছে। চিকিৎসকদের স্বার্থ রক্ষার্থে কাজ করা সংগঠনগুলোর নেতারা এজন্য দায়ী করছেন হাসপাতালগুলোর পরিচালক কিংবা মালিকপক্ষকে। এমন পরিস্থিতির উত্তরণের জন্য শুধু চিকিৎসকদের জন্য হাসপাতালের ব্যবস্থা করার চেষ্টা করছে বিডিএফ। এটা করা সম্ভব হলে চিকিৎসকদের চিকিৎসা না পাওয়ার সমস্যা অনেকটা কেটে যাবে।
বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এটা মেনে নেওয়ার মতো নয়। যারা এমনটা করছেন তারা অন্যায় করছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’