করোনা দুর্যোগে বাংলাদেশ ছেড়ে যাননি আর্চারির জার্মান কোচ ফেডেরিখ
করোনার কারণে স্থগিত ইসলামিক সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে৷ ঢাকায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেবে ৩০ ঊর্ধ্ব দেশের দুইশতাধিক প্রতিযোগীরা এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদক৷
এদিকে লক ডাউন উঠে যাওয়ায় দ্রুততম সময়ের মধ্যে আর্চারদের মাঠে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন৷ তবে সেক্ষেত্রে আছে নানা জটিলতা। করোনার কারণে তছনছ বিশ্বক্রীড়ার সূচি৷ যে প্রভাবে লণ্ডভণ্ড আর্চারির পরিকল্পনাও৷ বিশ্বকাপ, এশিয়ান কিংবা ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপ৷ আপাতত স্থগিত সব টুর্নামেন্টে৷ তবে আর্চারির হাত ধরেই আসলো সুসংবাদও৷ ৩০ ঊর্ধ্ব দেশের অংশগ্রহণে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের চলতি বছরের ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ইসলামিক সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপের৷ পরে শঙ্কা জেগেছিলো স্থগিত এই টুর্নামেন্টটি বাতিল হওয়ার৷ তবে আগামী বছর যথাসময়েই আসরটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিশ্ব আর্চারি থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ৷ একই বছর ঢাকায় বসবে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আর এশিয়ান চ্যাম্পিয়নশিপও৷
এদিকে লড ডাউনের কারণে অন্য ডিসিপ্লিনের বিদেশি কোচরা নিজ দেশে চলে গেলেও ব্যতিক্রম আর্চারির জার্মান কোচ ফেডেরিখ মার্টিন৷ বাংলাদেশে অবস্থান করছেন তিনি৷