কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বুয়েট ছাত্র আবরার খুনের আসামির জামিন নামঞ্জুর

প্রথম আলো প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৯:৩৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন।

ওই ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূইয়া প্রথম আলোকে বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ভার্চুয়াল আদালতে আসামি মিফতাহুল ইসলাম জিয়নের জামিন আবেদন করে আসামিপক্ষ। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। এই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামি মিফতাহুল ইসলাম বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ব্যাপারে পিপি আবু আবদুল্লাহ ভূইয়া জানান, এই মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। গত ১৮ মার্চ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও