টিকাটুলির মোড়ের সেই সিনেমা হল আর থাকছে না

বার্তা২৪ প্রকাশিত: ০২ জুন ২০২০, ১১:২৯

মতির চৌধুরীর বিখ্যাত গান ‘আরে টিকাটুলির মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ারকন্ডিশন রয়েছে।’ তবে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ৫২ বছরের পুরানো টিকাটুলির মোড়ের সেই ‘অভিসার’ সিনেমা হল আর থাকছে না।

এই সিনেমা হলে ভেঙ্গে নির্মাণ হবে কমিউনিটি সেন্টার। এছাড়া স্থায়ীভাবে বন্ধ হচ্ছে একই ভবনের ‘নেপচুন’ নামের আরও একটি সিনেমা হল। বার্তা২৪.কমকে এমনটি জানালেন সিনেমা হল দুইটির বর্তমান মালিক সফর আলী ভূঁইয়া।


তিনি জানিয়েছেন, করোনার কারণে অনেকদিন হল বন্ধ। এছাড়া প্রতি মাসে ৪ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে এই হলের পিছনে। সেকারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এই ভবন ভেঙ্গে কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা চলছে। সেখানে নাম ও ইতিহাসের কারণে নাম মাত্র ‘অভিসার’ নামের একটি সিনেমা হল থাকবে। তবে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ‘নেপচুন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও