কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুক্তিযুদ্ধের মতো করোনাযুদ্ধেও জীবন বাজি রেখে কাজ করছি : বিএমএ সভাপতি

এনটিভি প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৯:২৫

করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক হাসপাতালে হাসপাতালে ঘুরে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

করোনার প্রাদুর্ভাব নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় চিকিৎসকদের শীর্ষ সংগঠনের এই নেতার সঙ্গে। এ সময় নানা প্রশ্নের জবাব দেন তিনি।

এই বয়সে জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় এগিয়ে আসার বিষয়ে জানাতে গিয়ে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘দেশমাতৃকাকে মুক্ত ও স্বাধীন করব বলেই একাত্তরের হাতিয়ার হাতে তুলে নিয়ে পাকিস্তানি হানাদারের সঙ্গে যুদ্ধ করেছিলাম। নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করেই যুদ্ধে গিয়েছিলাম। আমাদের হৃদয়ে ও রক্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের শক্তি বহমান। জাতির পিতা আমাদের শিখিয়ে গেছেন, দেশমাতৃকাকে মুক্ত করতে, আত্মত্যাগের জন্য সদা প্রস্তুত থাকতে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও