কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশে করোনা জয়ীর সংখ্যা ২০০০ ছাড়াল

বার্তা২৪ প্রকাশিত: ০১ জুন ২০২০, ২০:২০

চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ২০৯৩ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবার কাজে যোগ দিয়েছেন তাদের অনেকেই। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবায় সুস্থতার হার দ্রুত বাড়ছে।

সোমাবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের ১৫ জন সদস্য। পুলিশ সদর দফতর বলছে, সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।পুলিশ সদস্যদের মধ্যে করোনা ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও